পেনসিলভানিয়া, ১৪ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বাংলাদেশের তিন দিক ঘিরে পাঁচটি বিমানঘাঁটি সচল করছে ভারত আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ঋণখেলাপি হয়েও টিকেছেন ৩১ প্রার্থী, অর্ধেক বিএনপির দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়

চুল পড়ে যে ৪ অভ্যাসের কারণে, জানালেন ডা. তাসনিম জারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:১০ এএম, ০৮ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার মতে, অতিরিক্ত চুল পড়ার প্রধান কারণ হলো চারটি। কারণগুলো হলো- খুব টাইট করে চুল বাঁধা (টান পড়া), শ্যাম্পু করার পর কন্ডিশনার বাদ দেওয়া, চুলের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিনের অভাব, এবং থাইরয়েডের মতো স্বাস্থ্যগত সমস্যা। এই কারণগুলো এড়িয়ে চলতে এবং চুল পড়ার সমস্যা কমাতে সঠিক চুলের যত্ন নেওয়া জরুরি। 

চলুন জেনে নি চুল পড়ার চারটি কারণ:


চুল শুকানোর নিয়ম


তোয়ালে দিয়ে ঘসে ঘসে চুল না সুখিয়ে আস্তে আস্তে চুলের পানি বের করবেন। অথবা তোয়ালে মাথায় বেঁধে রাখবেন যাতে আস্তে আস্তে পানি শুষে নেয়। তার পর বাতাসে চুল শুকিয়ে নেবেন। 


টাইট করে চুল বাঁধা (টান পড়া)


খুব টাইট করে চুল বাঁধার কারণে হেয়ার লাইনে টান পড়ে এবং চুল পড়ে যায়। চিকিৎসা শাস্ত্রে একে ট্রাকশন অ্যালোপেশিয়া বলা হয়।


শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার না করা


শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত। কন্ডিশনার বাদ দিলে চুলের ক্ষতি হয়, কারণ এটি চুলের জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করে।


পুষ্টির অভাব


চুলের বৃদ্ধি এবং সুস্থতার জন্য প্রোটিন, ভিটামিন (এ, বি, সি, ডি, ই), এবং খনিজ (যেমন আয়রন, জিঙ্ক) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উপাদানের অভাবে চুল পড়তে পারে।


স্বাস্থ্যগত সমস্যা, থাইরয়েড সমস্যা, গর্ভাবস্থা, প্রসব পরবর্তী সময় এবং অন্যান্য হরমোনজনিত পরিবর্তনের কারণেও চুল পড়তে পারে। 


করণীয়


১. তোয়ালে দিয়ে ঘসে ঘসে চুল না সুখিয়ে আস্তে আস্তে চুলের পানি বের করবেন। অথবা তোয়ালে মাথায় বেঁধে রাখবেন যাতে আস্তে আস্তে পানি শুষে নেয়। তার পর বাতাসে চুল শুকিয়ে নেবেন। 


২. খুব টাইট করে চুল না বাঁধা এবং চুলে টান পড়ে এমন হেয়ারস্টাইল এড়িয়ে চলা। সব সময় চুল ঢিলা করে বাঁধবেন।


৩. প্রতিবার শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত। কন্ডিশনার বাদ দিলে চুলের ক্ষতি হয়, কারণ এটি চুলের জন্য প্রয়োজনীয় সুরক্ষা প্রদান করে।


৪. ভেজা চুল না আচড়ানো। চুল খুব কোকড়া না হলে একটু শুকিয়ে যাওয়ার পরে চওড়া জাতিয় চিরুনি দিয়ে আচড়াবেন। এই ছাড়াও প্রোটিন, ভিটামিন, জিঙ্ক ও থাইরয়েডের কারণেও চুল পড়তে পারে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad
এই বিভাগের জনপ্রিয়

দুঃখিত, কোনো নিউজ পাওয়া যায়নি।