পেনসিলভানিয়া, ১৭ অক্টোবর, ২০২৫ | ১ কার্তিক, ১৪৩২

সর্বশেষ:
‘আমরা তাওয়া গরম করছি’ আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল তার ওপর হামলা ছিল ‘টেস্ট কেস’: নুর SS ডেলি এন্ড গ্রোসারি আপার ডার্বিতে বাংলাদেশিদের প্রতিষ্ঠান ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লোক উৎসব ২০২৫’: প্রবাসে বাঙালিয়ানার উজ্জ্বল প্রকাশ পেনসিলভেনিয়ায় আল-আকসা সুপারমার্কেটের উদ্বোধন ২৩ অক্টোবর ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ডিপজলের আবেগঘন পোস্ট ৫ কারণে দাম বাড়ছে স্বর্ণের পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির লংমার্চ উপদেষ্টাদের ‘সেফ এক্সিটের’ পথ দেখালেন আখতার জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে জনগণ গর্বিত থাকতে চায়: জামায়াত আমির রাজধানীতে আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৪ এএম, ২৮ মার্চ, ২০২৪

মো: নাজমুল হাসান বাবু

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া সিটি হলে বাংলাদেশের স্বাধীনতা দিবস ও পতাকা উত্তলিত হয় গত ২৬ শে মার্চ, মঙ্গলবার। ২য় বরের মত মার্কিন মুল্লুকে অফিসিয়ালি অনুষ্ঠিত হল আমাধের গর্বের স্বাধীনতা দিবস ও উড়লো লাল-সবুজের পতাকা। ঐতিয্যবাহী পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সহরটি আমেরিকার স্বাধীনতার চিত বহন করে তাই এখানে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও পতাকা উত্তোলন আমাদের জন্য একটি গর্বের বিষয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস ও পতাকা উত্তলন অনুষ্ঠানটি সুচারু ভাবে সম্পন্ন করতে (ORC) 3 (OIA) এই দুইটি অফিস সার্বিক ভাবে সহযোগীতা করেন।

বাংলাদেশ-আমেরিকার দ্বিপক্ষিক সর্ম্পকের ৫৪ বছর, ঠিক তেমনি আমাদের গর্বের স্বাধীনতার ৫৪ বছর। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আমেরিকার সরকার ব্যাতীত নানন কূটনৈতিক ও সাধারণ অজনগণের সমর্থন ছিল অকুণ্ঠ । সেই অকুণ্ঠ সমর্থনের ভিতকে আরো মজবুত করতে দৃঢ় প্রত্যয় আমেরিকান ও বাংলাদেশীরা।



স্বাধীনতা দিবস ও পতাকা উত্তনন অনুষ্ঠানে বাংদেশী আমেরিকান মূলধারার নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতি নৃতৃবৃন্দ ছারাও আমেরিকার ১৮ জন নির্বাচিত অফিসিয়াল সশরীরে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এদের মধ্যে অন্যতম হলেন ফিলাডেলফিয়ার সিটির মেয়র-শেরেল পার্কার, সিটি রিপ্রেজেন্টেটিভ-জেজেল জোন্স, পেনসিলভেনিয়া স্টেট সিনেটর-শরীফ স্ট্রিট, পেনসিলভেনিয়া স্টেট সিনেটর-নিকিল সাভাল, পেনসিলভানিয়া স্টেট সিনেটর-টিম কার্নি, ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল মেম্বার-জেমি গাউথিয়ার, ফিলাডেলফিয়া কাউন্সিল মেম্বার অ্যাটলার্জ ডঃ নীনা আহমেদ, পেনসিলভিনিয়া গভর্নর এর পরিকল্পনা ও নীতি সচিব-আকবর হোসেন, মিলবোর্নের মেয়র-মাহাবুবুল আলম তৈয়ুব, মর্টন বরো মেয়র-আমান্ডা হ্যামক, চেয়ারপাসরন ফিলাডেলফিয়া সিটি কমিশনারস-ওমর সাবির, বহুসংস্কৃতি বিষয়ক পরিচালক-এনগান ট্রান, ডেপুটি ডিরেক্টর-আলবার্ট রেনডি ডুক, রাজিন এম কারু-সম্প্রদায় সম্পর্ক বিভাগ, জেনি ব্লেকওয়েল-পেনসিলভেনিয়া গভর্নর এর এপিএ পিএ কমিশন নির্বাহী পরিচালক, শেখ সিদ্দিক-প্রাক্তন ফিলাডেলফিয়া  সিটি কাউন্সিল মেম্বার, মুনছুর আলী মিঠু-প্রাক্তন আপারডাবী সিটি কাউন্সিল মেম্বার, মোহাম্মদ আরিফ হোসেন মিথুন-কাউন্সিলার মিলবোর্ন বরো এবং স্কুল বোর্ড ডাইরেকটর আপারডাবী টাওনসীফ।


স্বাধীনতা দিবস ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলো হল ১৯৭১ এর বীর মুক্তিযোদ্ধাগণ, পেনসিলভেনিয়া বাংলা নিউজ ও পিবিএন টিভি, বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অফ ফিলাডেলফিয়া, বাংলাদেশ সোসাইটি অফ পেনসিলভেনিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ডেলাওয়্যার ভ্যালি, বৃহত্তর কুমিল্লা সোসাইটি পেনসিলভেনিয়ার, বাংলাদেশ এডুকেশন এন্ড স্পোটস অ্যাসোসিয়েশন অব পেনসিলভেনিয়া, বাংলাদেশ কমিউনিটি অফ পেনসিলভেনিয়া, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অফ পেনসিলভেনিয়া, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অফ পেনসিলভেনিয়া, সপ্তক সঙ্গীত নিকেতন, ডেলাওয়্যার কাউন্টির বাংলাদেশী কমিউনিটি, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অফ পেনসিলভেনিয়া, চিটাগাং এসোসিয়েশন অফ পেনসিলভেনিয়া, বাংলাদেশ আর্টস লিগ্যাসি অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি অব বাংলাদেশী কমিউনিটি পেনসিলভেনিয়া, বৃহত্তর দিনাজপুর সোসাইটি পেনসিলভেনিয়া, মোদের পাঠশালা, নরসিংদী সোসাইটি অফ পেনসিলভেনিয়া, বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশন পেনসিলভেনিয়া, চট্টগ্রাম সমিতি পেনসিলভেনিয়ার, গোলাপগঞ্জ সোসাইটি অফ পেনসিলভেনিয়া এবং নর্থইস্ট ফিলি বিডি ক্লাব সহ পেনসিলভেনিয়া বাংলাদেশি কমিউনিটির অনেকেই।




২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন এর সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মাননা প্রদর্শন ও সপ্তক সংগীত নিকেতনের পরিবেশনায় প্যারেটের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সালাম প্রদর্শন করা হয়। বাংলাদেশর মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোকপাত করেন বক্তারা।পেনসিলভেনিয়ায় বাংলাদেশীরা শিক্ষা-চিকিৎসা, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য সহ নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 

মেয়র-সিনেটর সহ অন্যান্যরা ভুহসি প্রশংসা করেন বাংলাদেশীদের। আগামী দিনে বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে এই জন্য বাংলাদেশীদের উৎসাহ প্রদান করেন এবং আমেরিকার সাথে বাংলাদেশের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।





মন্তব্যঃ

মো সাইফুল ইসলাম বলেছেন, ০৬:৩৮ পিএম, ২৮ মার্চ, ২০২৪

ভালো লাগলো এখন আমেরিকায় প্রকাশিত হলো বাংলা খবর।

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad