1828
ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ এএম, ০৪ এপ্রিল, ২০২৪

পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে অত্যন্ত পুরনো একটি স্টোর ফ্যাশন গ্যালারি।বাংলাদেশী মালিকানাধীন এই স্টোরটি মাহে রমজান ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ স্পেশাল সেল অফার দিচ্ছেন তারা। ফ্যাশন গ্যালারিতে আপনারা পাবেন গহেনা-সেট, সেলোয়ার-কামিজ, পাঞ্জাবি, বোরকা, পারফিউল, জায়নামাজ, টুপি, জামদানি-শাড়ি সহ নানান ধরনের ফ্যাশনেবল পণ্য।
ফ্যাশন গ্যালারিতে বাংলাদেশি নতুন ফ্যাশন আইটেমের সাথে সাথে পাচ্ছেন পাকিস্তানি ও ইন্ডিয়ান ফ্যাশন আইটেম সুলভ মূল্যে। এই ঈদে ফ্যাশন গ্যালারিতে ১০০ ডলারের কেনাকাটায় আপনি পাচ্ছেন ২০ ডলার ডিসকাউন্ট তাই আপনার ঈদ বাজার হোক ফ্যাশন গ্যালারির সাথে।6917 Ludlow St, Upper Darby, Pa 19082.