পেনসিলভানিয়া, ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বাংলাদেশের তিন দিক ঘিরে পাঁচটি বিমানঘাঁটি সচল করছে ভারত আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ঋণখেলাপি হয়েও টিকেছেন ৩১ প্রার্থী, অর্ধেক বিএনপির দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়

‘শুধু হাত বদল হয়েছে, কাজের কোনো পরিবর্তন হয়নি’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৩৫ এএম, ০৪ অক্টোবর, ২০২৫

৫ আগস্টের গণঅভ্যুত্থানের এক বছর পরও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি, বরং লুটপাট চলছেই—এমন অভিযোগ করেছেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা দক্ষিণের জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. দেলাওয়ার হোসেন।

তিনি দাবি করেন, ‘শুধুমাত্র হাত বদল হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি’। তার মতে, দেশ থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি দূর হয়নি।



শুক্রবার (৩ অক্টোবর) বিকালে ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা শাখা আয়োজিত এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে মু. দেলাওয়ার হোসেন এসব কথা বলেন।



তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা বর্তমান পরিবেশ সৃষ্টির সঙ্গে জড়িত, ইতিহাসে তাদেরও একই পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।



জামায়াত নেতা দেলাওয়ার হোসেন দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, মানুষ এখন প্রকৃত পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে তারা জামায়াতে ইসলামীকে দেখতে চায়।



ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নির্বাচনের উদাহরণ টেনে তিনি দাবি করেন, ছাত্রশিবির ক্যাম্পাসগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছে এবং ছাত্রছাত্রীরা তাদেরই বেছে নিয়েছে।



ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দেলাওয়ার হোসেন স্থানীয় রাজনীতিকদের সমালোচনা করে বলেন, অতীতে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি, বরং নিজেদের ও দলের উন্নয়ন করেছেন। তিনি অভিযোগ করেন, সদিচ্ছা থাকলে এতদিনে ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা যেত, বন্ধ বিমানবন্দরটি চালু করা যেত এবং কাঁচা রাস্তাগুলো পাকা হতো।



সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ইসলামই তাদের সুরক্ষার সবচেয়ে বড় গ্যারান্টি।



তিনি অঙ্গীকার করেন, এ দেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু চলবে না, সবাই সমান অধিকার পাবে। জামায়াত ক্ষমতায় এলে সুশাসন নিশ্চিত হবে, তাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং মেয়েদের স্কুল-কলেজে পাঠানো নিয়ে কোনো টেনশন থাকবে না।



সভায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. হাফিজ উদ্দিনসহ ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় এবং শহর শাখার নেতারা উপস্থিত ছিলেন।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad