27
সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে নির্বাচনমুখী কার্যক্রম শুরুর চিন্তা বিএনপির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের পাশাপাশি সারা দেশে নির্বাচনি জোয়ার তোলার পরিকল্পনা করেছে বিএনপি। এজন্য সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে ভোটমুখী কার্যক্রম শুরু করতে যাচ্ছে দলটি। তবে ভোটমুখী জোয়ার তুলতে কী ধরনের কর্মসূচি নেওয়া হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি দলের পক্ষ থেকে।
সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানো এবং দেশে নির্বাচনি আমেজ গড়ে তুলতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটির স্থায়ী কমিটি। গত সোমবার দলের নীতিনির্ধারণী সর্বোচ্চ এ পর্ষদের বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
স্থায়ী কমিটির বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়সহ হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্ন করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া এজেন্ডার বাইরে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনীতিবিদদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল আচরণ ও ভারতীয় একটি গণমাধ্যমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার আলোচনায় উঠে আসে।
বিএনপির কয়েকজন নীতিনির্ধারকের সঙ্গে আলাপে জানা গেছে, নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ভোটের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনি রোডম্যাপ দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও বলেছেন, আগামী ভোট হবে উৎসবমুখর। কিন্তু এর আগেই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে মাঠে নেমে পড়েছে বেশ কয়েকটি দল; যা ঐকমত্য কমিশনের আলোচ্যসূচিতে ছিল না। কিন্তু ওই দলগুলো আবার প্রার্থী ঘোষণা করে নির্বাচনি প্রচারাভিযানেও নেমে পড়েছে। বিএনপি চায় দেশের জনগণকে নির্বাচনমুখী করতে। এজন্য বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা আছেন, তাদের নেতৃত্বে আসনভিত্তিক নির্বাচনমুখী কর্মকাণ্ড শুরু করার বিষয়ে আলোচনা হয়।
তবে নির্বাচনমুখী কার্যক্রম কী ধরনের হবে, তা স্পষ্ট করেননি নীতিনির্ধারকরা। তারা বলেছেন, শিগগির এ বিষয়ে জানানো হবে।
দেড়শ আসনে প্রার্থিতা নিয়ে জটিলতা নেই
নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা শুরু করেছে বিএনপি। জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিএনপির একজন নীতিনির্ধারক নাম প্রকাশ না করে আমার দেশকে বলেন, দল এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। তবে দলের উদ্যোগে পরিচালিত কয়েকটি জরিপ ও সাংগঠনিক সম্পাদকদের রিপোর্টের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন, তার একটি আভাস পাওয়া গেছে। দেখা গেছেÑপ্রায় ১৫০ আসন রয়েছে, যেখানে একাধিক প্রার্থী তেমন নেই। বিএনপি মনে করে, এসব আসনে দলীয় প্রার্থিতা নিয়ে তেমন সমস্যা বা জটিলতা নেই। এ আসনগুলোর প্রার্থীরা মোটামুটি নির্ধারিত। বাকি দেড়শ আসনের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে কাজ করছে বিএনপি। এর মধ্যে ৫০টির মতো আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছাড়ার চিন্তাভাবনা রয়েছে দলটির। আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চায় বিএনপি। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়।
বিএনপি সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, আগামী নির্বাচনে দেড়শ আসনের যেসব প্রার্থী নির্ধারিত, তারা ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট করেন। তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন কিংবা বয়োবৃদ্ধ হয়ে পড়েছেন, সেখানে নতুন প্রার্থীকে মনোনয়ন দেবে দল। এছাড়া বাকি দেড়শ আসনের মধ্যে শতাধিক আসনে নতুন প্রার্থী আসবে। এক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই-সংগ্রাম বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর-পরবর্তী আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় ক্লিন ইমেজধারীরা প্রাধান্য পাবেন। এই বিবেচনায় মনোনয়নে এবার ‘চমক’ আসতে পারে। সেক্ষেত্রে সারা দেশে শতাধিক তরুণ প্রার্থীর ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। মনোনয়নের বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও তরুণ প্রার্থীরা নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন।
দুর্গাপূজা নির্বিঘ্নে পাহারায় থাকবেন নেতাকর্মীরা
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আগের মতোই সহযোগিতা করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য আমার দেশকে জানান, এ নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। এবারের পূজায় অতীতের মতোই হিন্দু সম্প্রদায়ের এ উৎসবকে সাহায্য-সহযোগিতা দেবে বিএনপি। এ ব্যাপারে দলের সাংগঠনিক সম্পাদকদের বৈঠকেও আলোচনা হয়েছে।
বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপি সারা দেশের নেতাকর্মীদের কাছে দলীয় নির্দেশনা পাঠিয়েছে। এ নির্দেশনায় রয়েছেÑপূজা নির্বিঘ্নে পালন করতে দলের নেতাকর্মীরা সহযোগিতা করবে। বিএনপি নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে, যাতে পুজাকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের অনুচর কিংবা দেশের ভাবমূর্তি বিনষ্ট ও চক্রান্তকারীরা কোনো অপতৎপরতা চালাতে না পারে। তাছাড়া সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে পূজামণ্ডপে দিনরাত পাহারার ব্যবস্থা করবে।
তিনি বলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। আর প্রধান সমন্বয়ক হিসেবে থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নিউ ইয়র্কের ঘটনা দুর্ভাগ্যজনক
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী রাজনীতিবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন বিএনপির নীতিনির্ধারকরা। তারা এসব কর্মকাণ্ডের নিন্দাও জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার নিয়ে ফখরুলের ব্যাখ্যায় সন্তুষ্ট
সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়। এতে যে বক্তব্য তিনি রেখেছেন, তা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রসঙ্গটি স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়। সাক্ষাৎকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব তার বক্তব্য রাখেন। তার এ বক্তব্যের সঙ্গে স্থায়ী কমিটি একমত পোষণ করে বলে জানা গেছে।
স্থায়ী কমিটির বৈঠকের পরদিন গতকাল বুধবার বিএনপি মির্জা ফখরুলের সাক্ষাৎকারকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিবৃতি দেয়। দলটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ওই বিবৃতিতে বিএনপি বলেছে, মির্জা ফখরুলের নামে ভারতীয় পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারটি মিথ্যা ও মনগড়া।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:

- ‘আমরা তাওয়া গরম করছি’
- আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
- তার ওপর হামলা ছিল ‘টেস্ট কেস’: নুর
- SS ডেলি এন্ড গ্রোসারি আপার ডার্বিতে বাংলাদেশিদের প্রতিষ্ঠান
- ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লোক উৎসব ২০২৫’: প্রবাসে বাঙালিয়ানার উজ্জ্বল প্রকাশ
- পেনসিলভেনিয়ায় আল-আকসা সুপারমার্কেটের উদ্বোধন ২৩ অক্টোবর
- ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ডিপজলের আবেগঘন পোস্ট
- ৫ কারণে দাম বাড়ছে স্বর্ণের
- পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এনসিপির লংমার্চ
- উপদেষ্টাদের ‘সেফ এক্সিটের’ পথ দেখালেন আখতার
- জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি
- নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার
- এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি
- দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে জনগণ গর্বিত থাকতে চায়: জামায়াত আমির
- রাজধানীতে আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
- সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম: মির্জা ফখরুল
- জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নতুন বাংলাদেশে ইসলামের ওপর বিদ্বেষ সহ্য করব না: আখতার হোসেন
- ক্ষোভ ঝাড়তে সেই উপমা ব্যবহার করা উচিত হয়নি: সারজিস
- প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- মা….
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- যুক্তরাস্টের ফিলাডেলফিয়া শহরে কৃষ্ণাঙ্গের ছুড়িকাঘাতে গুরুতর আহত এক বাংলাদেশী
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন
- “ঈদ উল ফিতর ২০২৪” পেনসিলভেনিয়া অঙ্গ রাজ্যের ঈদের জামাতের সময় সূচী
- ফ্রেন্ডস এন্ড ফ্যামিল অব বাংলাদেশী কমিউনিটি এর ইফতার মাহফিল সম্পন্ন
- “খতমে কোরআন ও শবে কদর পালন”
