পেনসিলভানিয়া, ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বাংলাদেশের তিন দিক ঘিরে পাঁচটি বিমানঘাঁটি সচল করছে ভারত আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ঋণখেলাপি হয়েও টিকেছেন ৩১ প্রার্থী, অর্ধেক বিএনপির দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়

গাজা নিয়ে এবার ইসয়ারেলকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৫ এপ্রিল, ২০২৪

গাজার বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে নেতানিয়াহু প্রশাসন ব্যর্থ হলে, ইসরায়েল ইস্যুতে নীতি পরিবর্তন করবে যুক্তরাষ্ট্র। এমন সতর্কবার্তা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ফোনে আলাপ করেন জো বাইডেন। তিনি বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি গাজার বেসামরিকদের সুরক্ষার ওপর নির্ভর করছে। গাজায় ইসরায়েলি হামলায়, বিদেশি ত্রাণকর্মী নিহতের পর দুই নেতার মধ্যে এটাই প্রথম ফোনালাপ। এ সময়, বাইডেন অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান। পাশাপাশি, অগ্রহণযোগ্য হামলা বন্ধেরও কথা বলেন।


এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, গাজায় ইসরায়েলি অভিযানে যে সার্বিক মানবিক সংকট সৃষ্টি হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফোনালাপে এটা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট বাইডেন। ত্রাণকর্মীসহ বেসামরিকদের নিরাপত্তায় ইসরায়েল কি ধরণের ব্যবস্থা নেবে তা স্পষ্ট করতে হবে তেল আবিবকে। এর ব্যত্যয় হলে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে নীতি রয়েছে তাতে পরিবর্তন আনা হবে।


গাজা ইস্যুতে ইসরায়েলকে চাপ দিতে প্রথমবার এমন হুঁশিয়ারি এলো মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে। উপত্যাকায় যুদ্ধ শুরুর পর থেকে, ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।


এর আগে, গেল মাসে মধ্যপ্রাচ্য সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। সেসময় ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক হয় তার। বৈঠকে তিনি ফিলিস্তিনের রাফায় হামলা না চালাতে অনুরোধ করেন। তবে নেতানিইয়াহু সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলেও হামলা চালানো হবে।


মূলত, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বরাবরই ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সে সময় নেতানিয়াহু হামাসকে যেকোনো মূল্যে ধ্বংসের প্রত্যয় ব্যক্ত করেন।


মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad