পেনসিলভানিয়া, ১৫ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বাংলাদেশের তিন দিক ঘিরে পাঁচটি বিমানঘাঁটি সচল করছে ভারত আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ঋণখেলাপি হয়েও টিকেছেন ৩১ প্রার্থী, অর্ধেক বিএনপির দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়

অলিখিত সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে টানা দুই জয়ে ফাইনালে পা রাখল ভারত। একই সঙ্গে বাংলাদেশকে ঠেলে দিলো পাকিস্তান পরীক্ষার সামনে। আজ নিজেদের শেষ ম্যাচে নামবে লিটন দাস ও সালমান আলী আগার দল। ভারত ফাইনাল ওঠায় এই ম্যাচের সমীকরণ খুবই সরল হয়ে গেছে, যারা জিতবে তারাই পা রাখবে ফাইনালে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

সুপার ফোরে প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরু করে। শ্রীলঙ্কা নিজেদের পরের ম্যাচেও পাকিস্তানের কাছে হেরে যায়। তাতে টানা দুই হারে লঙ্কানদের আশা কার্যত শেষ। ভারতের বিপক্ষে তাদের শেষ ম্যাচ স্রেফ আনুষ্ঠানিকতা।


শ্রীলঙ্কাকে হারানোর নায়ক পাকিস্তানের হুসেইন তালাত এমন ম্যাচে জয় তো দেখছেনই, দলকেও ফাইনাল মঞ্চেই দেখছেন, ‘আর মাত্র দুটি ম্যাচ বাকি। যদি আমরা সে দুটি ম্যাচ ভালো খেলতে পারি, তাহলে ট্রফি জিতে নেব। আমরা বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে খেলেছি। আমাদের হাতে অনেক বিকল্প আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ছন্দে ফিরছি। আগের দুটি ম্যাচে অনেকে ভালো খেলতে পারেনি। কিন্তু তারাও সুযোগ পাচ্ছে। আর আন্তর্জাতিক ক্রিকেটে সেটা হলে তারা ভালো খেলার চেষ্টা করবে।’


বাংলাদেশের কোচ ফিল সিমন্স অবশ্য আগাম কিছু ভাবছেন না। ম্যাচ ধরে আগাতে চান তিনি, ‘ফেভারিট নয় এখনো। আরো দুটি ম্যাচ বাকি। তাও এমন দুটি দল, যারা অনেক শক্তিশালী। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ভারতের ম্যাচের পরপরই পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবতে হবে। পাকিস্তান ম্যাচ শেষে ফাইনাল। আপাতত ভারত ম্যাচ নিয়েই ভাবছি।’


টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে টাইগারদের জয় পাঁচ ম্যাচে। বাকি ২০ ম্যাচ জিতেছে পাকিস্তান। সবশেষ সিরিজেও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল। এদিকে সবশেষ ম্যাচ জেতা পাকিস্তানও চাইবে ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে। এবার দেখার পালা মাঠের লড়াইয়ে কি হয়।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad