পেনসিলভানিয়া, ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বাংলাদেশের তিন দিক ঘিরে পাঁচটি বিমানঘাঁটি সচল করছে ভারত আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ঋণখেলাপি হয়েও টিকেছেন ৩১ প্রার্থী, অর্ধেক বিএনপির দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়

“ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই”নিউ ইয়র্কে অনুষ্ঠানে মির্জা ফখরুল:

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মো: নাজমুল হাসান, নিউ ইয়র্ক 

নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান তিনি।


ফখরুল বলেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ এক অনন্য নজির। তিনি বলেন, “বিশ্ববাসী দেখেছে, আমরা বিপ্লব-পরবর্তী কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী দিনেও দেশের প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ থাকবো।”


তিনি আরও বলেন, ড. ইউনূস একজন দূরদৃষ্টিসম্পন্ন নেতা। তাঁর বিশ্বব্যাপী সুনাম রয়েছে। তিনি দেশকে উন্নতির কাঙ্ক্ষিত স্তরে পৌঁছে দিতে চান, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও লক্ষ্য ছিল।


বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, “আর মাত্র পাঁচ মাস পর দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। যে সরকারই ক্ষমতায় আসুক, তারা দেশের উন্নয়নে একইভাবে কাজ করবে।”


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারু গত ১৫ মাসের অর্থনৈতিক অগ্রগতির ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি প্রবাসীদের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং বিনিয়োগ-বান্ধব পরিবেশ তৈরির সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন।


আশিক চৌধুরী প্রবাসীদের অব্যাহত সহযোগিতা কামনা করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচনে প্রবাসীদের ভোটদানের পদ্ধতি সম্পর্কেও তথ্য দেন।



এ আয়োজনে দুটি উল্লেখযোগ্য প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়:‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট’ শীর্ষক সেশনে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ আরও তিনজন। এটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।‘শেপিং টুমোরো: দ্য ফিউচার অব বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেন এনসিপি নেতা তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নাকিবুর রহমান। এটি সঞ্চালনা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।


অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরজাতীয় নাগরিক পার্টির সদস্য-সচিব আখতার হোসেন অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আবেগঘন বক্তব্য দেন।


প্রাণবন্ত এ অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধ উপস্থিতি প্রবাসীদের মাঝে ইতিবাচক বার্তা দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে ড. ইউনূসকে ঘিরে আস্থার প্রকাশ এবং নির্বাচনের আগে ঐক্যের প্রত্যাশা স্পষ্ট হয়েছে।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad