পেনসিলভানিয়া, ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বাংলাদেশের তিন দিক ঘিরে পাঁচটি বিমানঘাঁটি সচল করছে ভারত আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ঋণখেলাপি হয়েও টিকেছেন ৩১ প্রার্থী, অর্ধেক বিএনপির দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়

আইপিএলে দ্রুততম তিনশো ছক্কার রেকর্ড!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৫ এপ্রিল, ২০২৪

টুর্নামেন্টের ১৭তম ম্যাচ দিয়ে দ্রুততম তিনশ ছক্কার রেকর্ড হলো আইপিএলে। গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচে হয় এই রেকর্ড। এর আগে, আইপিএলের কোনো মৌসুমে এতো কম ম্যাচে ৩০০টি ছক্কা মারা হয়নি। চলতি মৌসুমে, প্রতি ১২-১৩ বলে হচ্ছে একটি ছক্কা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সবশেষ গুজরাট এবং পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রথম ইনিংসে স্বাগতিক গুজরাটের ওপেনার ও অধিনায়ক শুভমান গিল প্রথম ওভারেই একটি ছক্কা হাঁকান, যা ছিল চলতি টুর্নামেন্টের ৩০০তম ছক্কা।


এর আগের মৌসুমে ১৭ ম্যাচে ২৫৯টি ছক্কা মারা হয়েছিল, যেখানে ২০২০ সালে একই সংখ্যক ম্যাচে ব্যাটাররা ২৫৮টি ছক্কা হাঁকিয়েছিলেন। এছাড়া ২০১৮ সালে ১৭তম ম্যাচে ব্যাটাররা মেরেছেন ২৫০টি ছক্কা। ২০২২ সালে আইপিএলের প্রথম ১৭ ম্যাচে ব্যাটারা মোট ছক্কা মেরেছেন ২৪৫টি।


চলতি মৌসুমে প্রতি ১২-১৩ বলে হচ্ছে ১টি করে ছক্কা । সব মিলিয়ে ২৫ বলে কমপক্ষে ২টি করে ছক্কা মারা হচ্ছে। এছাড়া আইপিএলের আগের প্রতিটি আসরে গড়ে ১৫–এর বেশি বলে হতো ১টি করে ছক্কা।


এবার প্রতিটি ম্যাচে দুই ডজনের বেশি ছক্কা মারা হচ্ছে, তাই কল্পনাতীত ভাবেই এবারের টুর্নামেন্টটি অনেক রোমাঞ্চকর ও প্রানবন্ত। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যান এনরিখ ক্লাসেন একাই মেরেছেন ১৭টি ছক্কা। এছাড়া রাজস্থানের ব্যাটাররা রায়ান পরাগ, লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান এবং কলকাতার ওপেনার সুনীল নারিন সমান ১২টি করে ছক্কা মেরেছেন এখন পর্যন্ত।


এবারের আইপিএলে এখন পর্যন্ত দুইবার স্কোরবোর্ডে উঠেছে ২৫০-র বেশি রান। সানরাইজার্স হায়দরাবাদের করা ২৭৭ রান আইপিএল ইতিহাসেরই সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। সেই রেকর্ডও প্রায় ভেঙে দিতে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও শেষ পর্যন্ত তারা থামে ২৭২ রানে।


এবারের আসরে ব্যাটারদের তাণ্ডবে পিষ্ট বোলাররা। ওভারপ্রতি দুটি বাউন্সারের সুবিধা থাকলেও টুর্নামেন্টে বোলারদের প্রতিনিয়ত কুপোকাত করছেন ব্যাটাররা। দর্শকদের ও উসূল হচ্ছে টাকা।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad