পেনসিলভানিয়া, ১৫ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বাংলাদেশের তিন দিক ঘিরে পাঁচটি বিমানঘাঁটি সচল করছে ভারত আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ঋণখেলাপি হয়েও টিকেছেন ৩১ প্রার্থী, অর্ধেক বিএনপির দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়

রোনালদোর গোলের ফিফটি ৭ ম্যাচে রোনালদোর ৩ হ্যাটট্রিক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭ পিএম, ০৫ মে, ২০২৪

ঢাকা প্রতিনিধি, মো: আরিফুল ইসলাম

গতকাল রাতের হ্যাটট্রিকে এ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গোলের হাফ সেঞ্চুরিও পূরণ করেছেন রোনালদো। এ মৌসুমে ৫২ ম্যাচ খেলে পর্তুগিজ এ মহাতারকা গোল করেছেন ৫২টি। আর সৌদি প্রো লিগে রোনালদোর জ্বলে ওঠার রাতে আল নাসরের জয় ৬-০ গোলের বিশাল ব্যবধানে। দলের হয়ে অন্য তিন গোল করেছেন ওতাভিও, সাদিও মানে এবং মোহাম্মদ আল-ফাতিল।গত রাতে ঘরের মাঠে ম্যাচটির শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। পরে দ্বাদশ মিনিটে এসে বাড়ান ব্যবধান। প্রথমার্ধেই ১৮তম মিনিটে ওতাভিও এবং ৪৫তম মিনিটে গোল করেন মানে। এতে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর।পরে দ্বিতীয়ার্ধে শুরুতে আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। এবং শেষ দিকে এসে ম্যাচে নিজেদের ষষ্ঠ ও শেষ গোলটি আসে আল-ফাতিলের পায়ে।লিগে মৌসুমের শুরুর তিন ম্যাচ মিস করেও ২৭ ম্যাচ ৩২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে বেশ শক্ত স্থানেই আছেন রোনালদো। ২৩ গোল করে দুইয়ে আছেন আল-হিলালের মিত্রোভিচ।গোলের সংখ্যায় আল-হিলালের ফরোয়ার্ডকে আল নাসর ছাড়িয়ে গেলেও পয়েন্টের হিসেবে তালিকার দুইয়ে আছে তারা। বড় ব্যবধানের এই জয়ের পর ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৭৪। এদিকে এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৮৩।পাশাপাশি এই হ্যাটট্রিকে ক্যারিয়ারে ৯০০ গোলের আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকার গোলসংখ্যা এখন ৮৯০টি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্‌যাপনের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ।’

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad