পেনসিলভানিয়া, ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

সর্বশেষ:
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফ সংক্ষিপ্ত আয়োজন, সাধারণ দর্শকদের জন্য সীমিত সুযোগ ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে ‘খুবই কঠোর পদক্ষেপ’ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বাংলাদেশের তিন দিক ঘিরে পাঁচটি বিমানঘাঁটি সচল করছে ভারত আকাশে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডে বাংলাদেশ বাংলাদেশের জন্য তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি ঋণখেলাপি হয়েও টিকেছেন ৩১ প্রার্থী, অর্ধেক বিএনপির দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা সঙ্কটাপন্ন ওবায়দুল কাদের পররাষ্ট্র উপ‌দেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, হলো যে কথা মনোনয়ন বাতিলের পর যা বললেন ডা. তাসনিম জারা কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির বাংলাদেশ নীতিতে দিল্লির রাজনৈতিক পরাজয়

শেষ বলের রোমাঞ্চে রাজস্থানকে হারালো গুজরাট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১০ এপ্রিল, ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ২৪ তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৩ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। রাজস্থানের দেয়া ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ বলে ৭২ রান করেন শুভমান গিল।

নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মারমুখী ভঙ্গিমায় আবির্ভূত হন রাজস্থানের দুই ওপেনার সুদর্শন-গিল। দলীয় ৬৪ রানে সুদর্শন আউট হলে প্রথম উইকেটের পতন ঘটে। ৩৫ রান করে সাজঘরে ফেরেন সুদর্শন। এরপর ম্যাথু ওয়েড এসেও কার্যকারী কিছু করতে পারেননি। মাত্র ৪ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকেও। বিজয় শঙ্করের ১৬, রাহুল তেবাটিয়ার ২২ দলকে লক্ষ্য পুরণে এগিয়ে নিয়ে যায়। শেষদিকে নাটকীয় এক হাইভোল্টেজ ক্যামিও ইনিংস খেলেন রশিদ খান । তার ১১ বলে ২৪ রান শেষ বলের রোমাঞ্চে গুজরাটকে রাজস্থানের মাঠে জয় এনে দেয়।


রাজস্থানের পক্ষে ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট নেন কুলদীপ সেন। ২টি উইকেট পান চাহাল।


এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে রাজস্থানের দুই ওপেনার জয়সওয়াল ও বাটলার। ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে উমেশ যাদবের বলে ম্যাথু ওয়েডের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন জয়সওয়াল। আউট হবার আগে ১৯ বলে ২৪ রান করেন তিনি। জয়সওয়াল আউট হবার পর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার জস বাটলারও। পরের ওভারেই ব্যক্তিগত ৮ রানে প্যাভিলিয়নে ফেরেন এ ইংলিশ ব্যাটার। রশিদ খানের বলে রাহুল তেবাটিয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। দলীয় রান তখন ২ উইকেট হারিয়ে মাত্র ৪২।


এরপর রিয়ান পরাগকে নিয়ে ৭৮ বলে ১৩০ রানের জুটি গড়েন সঞ্জু স্যামসন। ১৯ তম ওভারে পরাগ আউট হবার আগে খেলেন ৪৮ বলে ৭৬ রানের ঝড়ো এক ইনিংস। তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৫টি ছয়ের একেকটি দৃষ্টিনন্দন শট। শেষদিকে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ার। ৩৮ বলে ৬৮ রানে স্যামসন ও ১৩ রান করে হেটমায়ার থাকেন অপরাজিত।


গুজরাটের পক্ষে ১টি করে উইকেট তুলে নেন উমেশ যাদব, রশিদ খান ও মোহিত শর্মা।


এম্যাচের ফলাফলে, আসরে প্রথম হারের মুখ দেখলো রাজস্থান। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা এখনও টেবিলের শীর্ষে। অপরদিকে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে গুজরাট টাইটান্স।

মন্তব্যঃ

দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!

নতুন মন্তব্য করুন:

ad
সকল খবর জানতে ক্লিক করুন
ad